পহেলা বৈশাখে ঢাবিতে ‘ভালো কাজের হালখাতা’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৪ এপ্রিল ২০২৫

পহেলা বৈশাখ উপলক্ষে ভালো কাজের হালখাতা কর্মসূচির আয়োজন করেছে সেন্ট্রার ফর বাংলা স্ট্যাডিজ (সিবিএস) নামের একটি সংগঠন। বাংলার ঐতিহ্য সর্বসাধারণের মধ্যে পৌঁছে দিতে এই ধরনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন গেটে এই আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিল সকাল থেকে ‘ভালো কাজের হালখাতা’, দুপুরে ‘ফ্যাসিস্ট প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ’, বিকেলে ‘ঢাকা গেট অভিমুখে লুঙ্গি মিছিল’ ও ‘মাইম অ্যাকশান’।

বিজ্ঞাপন

সরেজমিন দেখা গেছে, ভালো কাজের হালখাতা নামের দুটি বড় ব্যানারে আলাদা আলাদা দুটি অংশে রয়েছে। প্রথম ব্যানারটির দুই পাশে লেখা রয়েছে ‘যাহা পাইলাম’ এবং ‘যাহা হারাইলাম’। ‘যা পাইলাম’ অংশে ‘ইউসুফ সরকার’, ‘আফসোস লীগ’, ‘আনন্দ শোভাযাত্রা’, ‘গণভবন জয় করিলাম’ ইত্যাদি লেখা। ‘যাহা হারাইলাম’ অংশে ‘আপা’, ‘হেলমেট লীগ’, ‘রাজাকার ট্যাগ’, ‘মধুর প্রোটোকল’ ইত্যাদি লেখা।

পহেলা বৈশাখে ঢাবিতে ‘ভালো কাজের হালখাতা’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিবিএসের পরিচালনা পর্ষদের সদস্য আনাস ইবনে আরিফ জাগো নিউজকে বলেন, অভ্যুত্থান পরবর্তী আমরা রাজনৈতিকভাবে ফ্যাসিজম থেকে যেমন মুক্ত হয়েছি তেমনি কালাচারাল ফ্যাসিজম থেকে মুক্ত হতে ফ্যাসিস্ট হাসিনাকে ঘৃণার উপলক্ষ বানিয়ে আমাদের এই আয়োজন। বর্তমান পুঁজিবাদী অর্থনীতিতে হালখাতার গুরুত্ব অনেকটাই কমে গেছে। আমরা সেই বিষয়কে মাথায় রেখে এটির আয়োজন করেছি। আমরা চেষ্টা করছি একটি রাজনীতি সচেতন জনগোষ্ঠী তৈরি করতে।

আরমান হোসেন নামের এক দর্শক বলেন, সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ, দিনব্যাপী ভালো কাজের হালখাতা, যেখানে সাধারণ মানুষ তাদের কথা মার্কারের মাধ্যমে লিখেছেন। ১৪৩১ সালে কি হারালাম আর কি পেলাম নামে কিছু কোটেশন ছিল।

পহেলা বৈশাখে ঢাবিতে ‘ভালো কাজের হালখাতা’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরমান বলেন, তারা বিকেলে মাইম একশনের আয়োজন করেছে দেখলাম। সেখানে ইভটিজিং এর বিরুদ্ধে অবস্থান এবং ফিলিস্তিনে চলমান অবস্থার একটা চিত্র তুলে ধরা হয়েছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অনেক মানুষের সমাগম দেখা গেছে। সবাই ছবি তুলে নিয়ে যাচ্ছে। এছাড়া সুলতানি আমলের মানচিত্রসহ আরও দুটি মানচিত্র দেখছি।

এফএআর/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।