বিশ্ববিদ্যালয়ে ঢুকে পাখা গজালে পেছনে পড়ে যাবে: বুয়েট উপাচার্য

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৪ এপ্রিল ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের লেভেল-১/টার্ম-১-এর স্নাতক শ্রেণির নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে বুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এ সময় অভিভাবক, শিক্ষার্থীসহ প্রায় দুই হাজার জন অংশ নেন। অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান প্রধান অতিথি ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চোধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে তোমাদের একটি বিশেষ দিন। আমি আশা করি তোমরা বুয়েটে চান্স পাওয়ায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব আছে। এই দায়িত্বটা স্কুল, কলেজ এবং নিজের বাসা থেকেই শেখা হয়ে থাকে। আমি অভিভাবকদের অনুরোধ করছি তাদের সন্তানদের ঠিকভাবে পড়াশোনা করছে কি না, তারা সঠিকপথে আছে কি না সেই বিষয়ে বুয়েটে ভর্তি হওয়ার পরেও খবর রাখতে হবে। এবার যারা ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়ে বুয়েটে ভর্তি হয়েছো, তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে, বুয়েটের ক্লাসে এসে তোমাদের কিন্তু ইন্টারমিডিয়েটের পড়া করানো হবে না। এটা হলে আমরা অ্যাডভান্স জিনিস শেখাতে পারবো না। সেক্ষেত্রে তোমাদের দায়িত্ব নিয়ে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কগুলো করতে হবে। এ কারণে একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে। এটা ভাববার কোনো কারণ নেই যে, বুয়েটে ভর্তি হয়েছি মানেই ভালো মানের ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছি। ভালো কিছু করতে হলে, ভালো মানের ইঞ্জিনিয়ার হতে হলে প্রথম দিন থেকেই এমনকি প্রথম ক্লাস থেকেই তোমাদের একাগ্রচিত্তে পড়ালেখা করতে হবে, শিক্ষকদের কথামতো চলতে হবে, সবার সাথে ভালো আচরণ করতে হবে। ইউনিভার্সিটিতে ঢুকে যদি পাখা গজায় তাহলে পেছনে পড়ে যাবে। আর ফার্স্ট ইয়ারে পিছিয়ে গেলে পরে কাভার করা খুবই কঠিন হবে। তাই আমি আগে থেকেই বলছি তোমরা সতর্ক হবে এবং সব সময় এক দুই ধাপ আগে বা ক্লাসের সাথেই থাকবে এবং ব্যাকগ্রাউন্ড ওয়ার্কগুলো করে রাখবে। আমার অনুরোধ তোমরা পড়াশোনায় মনোযোগী হবে।

তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীর পেছনেই দেশের এবং জনগণের কষ্টার্জিত টাকা খরচ হচ্ছে। দেশের এবং জনগণের কষ্টার্জিত টাকা খরচের জবাবদিহি আমাদের করতেই হবে; হয় এই পৃথিবীতে না হয় আখেরাতে। এটার ব্যাপারে সকলেরই সজাগ থাকতে হবে। তোমাদের জন্যই এই বিশ্ববিদ্যালয়। তোমাদের সুনামই হবে আমাদের সুনাম। যতই ইউনিভার্সিটি র্যাংকিং করা হোক না কেন, পাস করে যাওয়ার পরে তোমাদের অর্জনের মাধ্যমেই ইউনিভার্সিটির সুনাম হবে; দেশের সুনাম হবে। আমি আশা করবো তোমাদের মাধ্যমে এই বুয়েটের সুনাম আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে- এই দোয়া রেখে এবং সবার সবার্ঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৈৗধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে তোমরা বুয়েটে ভর্তি হয়েছো। বুয়েটে ভর্তি হতে পারায় এলাকায় সামাজিকভাবে তোমার কদর তৈরি হয়েছে। তোমরা এখন বুয়েটের প্রতিনিধিত্ব করছো। সেটা মনে রাখতে হবে।

বুয়েটে নতুন নতুন বন্ধু তৈরি করার একটা সুবর্ণ সুযোগ তোমাদের নিকট তৈরি হয়েছে। শুধু নিজের বিভাগের বা নিজের ক্লাসের মধ্যে বন্ধু থাকলেই হবে না। অন্য বিভাগের শিক্ষার্থীদের সাথেও মিশতে হবে এবং নানান বিষয়ে কথা বলতে হবে। বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে তোমাদের জ্ঞানের পরিধি ও চিন্তাশক্তি বাড়বে। শুধু গাণিতিক বা ইঞ্জিনিয়ারিং সমস্যার সমাধান করা শিখলে চলবে না। বহির্বিশ্ব সম্পর্কে জানতে হবে। সমসাময়িক বিষয়ে নিজেকে আপডেট রাখতে হবে। টেবিলে বসে দশজনের সাথে প্রাণবন্ত আলাপ করতে পারো।

তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে যে অর্থ ব্যয় হয়, সেই টাকা আসে কোত্থেকে? সরকার যে বাজেট বরাদ্দ দেয়, সরকার টাকাটা পায় কোথায়? এই টাকা আসলে আসে ট্যাক্স কালেকশনের মাধ্যমে। ট্যাক্স সবাই দেয়। একজন রিকশাচালক যদি এক বা দুই কেজি চাল কেনেন সেখানেও ট্যাক্স দিতে হয়। তিনি নিজের ট্যাক্সটা বুঝে দেন না কিন্তু সেই ট্যাক্সটা বিভিন্ন পর্যায়ে আদায় হয়। সেই ব্যবস্থা সারা দুনিয়াতে আছে এবং আমাদের দেশেও আছে। সুতরাং জনগণের টাকায় তোমরা পড়ছো এবং এটাই সত্য, এটাই বাস্তব। এর একটি দায়িত্বটা আমাদের প্রত্যেকের ওপরেই আছে। শিক্ষকদের দায়িত্ব ভালো পড়াতে হবে। আমাদের এমন প্রকৌশলী তৈরি করতে হবে যেন তারা দেশের কাজে লাগে, জনগণের কাজে লাগে। ঠিক তোমাদেরও এখানে কিছু দায়িত্ব আছে। যেই মুহূর্তে তুমি বুয়েটে ভর্তি হয়েছো সেই মুহূর্ত থেকেই তুমি চাও বা না চাও সেই দায়িত্ব তোমার উপরে এসে পড়েছে। সেটাকে মাথায় রাখতে হবে। দায়িত্বের চিন্তাটা মাথায় থাকলে তোমরা দেখবে অনেক কঠিন সময়েও সঠিক সিদ্ধান্ত নিতে তোমাদের ভুল হবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো. গোলাম জাকারিয়া’র সঞ্চালনায় পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ ।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অনুষ্ঠানে অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট, সেন্টার, দপ্তর ও পরিদপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।