আলপনায় সেজেছে বেরোবি ক্যাম্পাস

বাংলা বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে আলপনায় সেজেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস।
রোববার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিকেল থেকেই বর্ষবরণের প্রস্তুতি শুরু করেন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে বিভিন্ন ধরনের নকশা অঙ্কন করেন। এসময় রং তুলির ছোঁয়ায় মুগ্ধ হন শিক্ষক-শিক্ষার্থী।
সরজমিনে দেখা যায়, লাল-নীল-সবুজ রঙের ছটা। পায়ে পায়ে হেঁটে চলছে একদল তরুণ-তরুণী। পাশ দিয়েই কর্মে ব্যস্ত আরেকদল শিক্ষার্থী। কারও হাতে রং আর তুলি, আবার কারও হাতে চক।
শিক্ষার্থীরা বলেন, পহেলা বৈশাখের আগমন এমনিতেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। আর আলপনা আঁকার সুযোগ সেই আনন্দে নতুন মাত্রা যোগ করে।
পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান জাগো নিউজকে বলেন,পহেলা বৈশাখকে বরণ করে নিতে প্রথমবারের মতো ঘুড়ি উৎসব পালন করলাম। অন্যদিকে বিকেল থেকে ৪০ জনের শিক্ষার্থীদের একটা টিম রয়েছে তারা রং বেরঙের আলপনা আঁকতে ব্যস্ত।
ফারহান সাদিক সাজু/জেডএইচ/জেআইএম