বেরোবিতে প্রথমবারের মতো ঘুড়ি উৎসব

বাংলা নববর্ষ উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য উপাচার্য ড. মো. শওকাত আলী।
এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক তানজিউল ইসলাম জীবন, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ঘুড়ি উৎসব উদযাপন আবহমান বাংলার ঐতিহ্য। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চৈত্র সংক্রান্তিতে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে।
ফারহান সাদিক সাজু/এসআর/জিকেএস