চারুকলায় চলছে নববর্ষের শেষ সময়ের প্রস্তুতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৫

নববর্ষকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি।

সোমবার (১৩ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, নববর্ষ উপলক্ষে চারুকলা প্রাঙ্গণে মঞ্চ তৈরির কাজ চলছে। রং-বেরঙের বেলুন ঝোলানো হয়েছে মঞ্চের সামনে। মঞ্চের পেছনে পাটকাঠি দিয়ে তৈরি হচ্ছে আবরণ।

বিজ্ঞাপন

চারুকলায় চলছে নববর্ষের শেষ সময়ের প্রস্তুতি

নববর্ষের আনন্দ শোভাযাত্রা উপলক্ষে চারুকলা অনুষদে রাজারবাগ পুলিশ লাইনস থেকে আনা হয়েছে ১৮টি ঘোড়া। এই ঘোড়াগুলো আগামীকাল পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রায় যুক্ত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিশুদের জন্য আনা হয়েছে নাগরদোলা, শিশুদের খেলনা, জাম্পিং ও মিনি ট্রেন।

চারুকলায় চলছে নববর্ষের শেষ সময়ের প্রস্তুতি

প্রস্তুতি সম্পর্কে চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সাবেক শিক্ষার্থী ভাস্কর্যশিল্পী দীপক রঞ্জন সরকার শনিবার ফ্যাসিবাদের দৈত্যাকৃতির মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করে জাগো নিউজকে বলেন, গতকালের নাশকতা না ঘটলে আমাদের সব কাজ গতকালই শেষ হয়ে যেত। কিন্তু গতকালের ঘটনায় কিছু বিলম্ব হচ্ছে। তবে আজকের মধ্যে কাজ শেষ করে ফেলবো আমরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিল্পী দীপক বলেন, আমরা ‘মাছ’, ‘বাঘ’, ‘তরমুজের ফালি’, ‘পালকি’, ‘মুগ্ধের পানির বোতল’ মোটিফের কাজ শেষ করেছি। গতকাল ‘৩৬ শে জুলাই’ ও ‘শান্তির পাখি কবুতর’ পুড়িয়ে দেওয়া হলেও আমরা তা রিকভার করেছি এবং এখনো কাজ চলছে।

চারুকলায় চলছে নববর্ষের শেষ সময়ের প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন জাগো নিউজকে বলেন, আমরা আমাদের চেষ্টা করছি। আগামীকালের অংশগ্রহণ হবে কালারফুল। বিভিন্ন জনগোষ্ঠী ও সমাজের সর্বোচ্চ স্তরের মানুষ সেখানে অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

এফএরআর/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।