নববর্ষ উপলক্ষে চারুকলায় নিরাপত্তা জোরদার

আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশ, র্যাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের মাধ্যমে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সকাল থেকে চারুকলা অনুষদের গেটে প্রবেশ করতে চাইলে প্রত্যেককে পরিচয় দিতে হচ্ছে। পরিচয় ব্যতীত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমেও নিরাপত্তা সম্মুন্নত রাখার চেষ্টা চলছে।
আরও পড়ুন:
রমনা থানার ডিসি মাসুদ আলম জাগো নিউজকে বলেন, প্রতিবছরের মতো এবারও আমাদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে চারুকলায়। তবে গতকালের ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশমুখ, স্টেজ, মোটিফ তৈরির স্থানেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। সবমিলিয়ে এখানে প্রায় ৬০-৭০ জনের ফোর্স রয়েছে আমাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন বলেন, সবার দলীয় সমর্থন থাকতে পারে কিন্তু ন্যায়-অন্যায়ের ব্যাপারে একমত হওয়া জরুরি। আমরা এখনো দেখছি, গত পনের বছরের অপকর্মের এখনো একদল শিক্ষিত মানুষ সমর্থন দিয়ে যাচ্ছে। আমাদের সেসব মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।
এফএআর/এসএনআর/জেআইএম