রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ৮২.৮২ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১২ এপ্রিল ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রামসহ ৪ বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইউনিটটির ভর্তি পরীক্ষায় প্রায় ৮২ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শনিবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক শিফটে অনুষ্ঠিত হয়েছে। এ ইউনিটে বরাদ্দ রয়েছে ৫৫৯টি আসন। বাণিজ্য শাখায় ৩৬৭টি, বিজ্ঞান শাখায় ১৬৬টি এবং মানবিক শাখায় রয়েছে মাত্র ২৬টি আসন। আসনগুলোর বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ জন শিক্ষার্থী। আবেদনকারীদের মধ্যে মোট ৩৫ হাজার ১৪৫ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত হন। যা মোট পরীক্ষার্থীর ৮২ দশমিক ৮২ শতাংশ।

ভর্তি পরীক্ষায় রাবি কেন্দ্রে ১৩ হাজার ৬৩১ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার ৭৩০ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৫৫৩ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ১০ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫০৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বেলা ১০টার আগেই ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রে সামনে উপস্থিত হন। যাতায়াতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে কাজ করে ট্রাফিক পুলিশ, রোভার স্কাউট, বিএনসিসিসহ কয়েকটি সংগঠনের কয়েক শ কর্মী।

এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকদের তথ্য সহায়তা, পানীয় বিতরণ, প্রাথমিক চিকিৎসা ও পরিচ্ছন্নতায় কাজ করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন, শাখা ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। পরে বেলা ১০টা বাজতেই ভবনগুলোর গেট খুলে দেওয়া হয় এবং প্রক্রিয়া মেনে শিক্ষার্থীদের ভবনে প্রবেশ করানো হয়।

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ৮২.৮২ শতাংশ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ফটকের সামনে বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিং করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

উপাচার্য বলেন, এ বছরের ভর্তি পরীক্ষায় আমরা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। ভর্তি পরীক্ষায় রোভার স্কাউট, বিএনসিসিসহ কয়েকটি সংগঠন ও গণমাধ্যমকর্মী আমাদের সাহায্য করেছে। ভর্তি পরীক্ষার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সব অনিয়ম ঠেকাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, সবার সার্বিক সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সবগুলো কেন্দ্রেই কোনো প্রকার প্রশ্ন ফাঁস ও জালিয়াতির মতো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

মনির হোসেন মাহিন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।