ফিলিস্তিনে হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ১২ এপ্রিল ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের আশপাশে ইসরায়েলবিরোধী স্লোগানে উত্তাল করে তুলেছে মার্চ ফর গাজা কর্মসূচিতে আগত জনসাধারণ।

শনিবার (১২ এপ্রিল) মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছে দেশের নানা প্রান্ত থেকে আসা বিভিন্ন স্তরের ছাত্র-জনতা। মূল কর্মসূচি সোহরাওয়ার্দী উদ্যানে থাকলেও আগত জনসাধারণ অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখান থেকে ইসরায়েলবিরোধী নানা স্লোগান দিচ্ছে তারা।

বিজ্ঞাপন

‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ’, ‘আমি কে তুমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘নেতানিয়াহুর চামড়া, তুলে নেব আমরা’, ‘ইসরাইলি পণ্য, বয়কট বয়কট’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, সহ নানা স্লোগান দেয় আগত ছাত্র জনতা।

ফিলিস্তিনে হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা, কালেমাখচিত পতাকা ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলিবিরোধী ফেস্টুন দেখা যায়।

আরও পড়ুন

রায়েরবাগ থেকে আসা মোবাশ্মির হোসাইন নামে একজন জাগো নিউজকে মুহাম্মদ (সাঃ) এর উদ্ধৃতি দিয়ে বলেন, বিশ্বের সব মুসলমান পরস্পর ভাই ভাই। যেখানে এক ভাই আঘাত পেলে অন্য ভাইও কষ্ট পাবে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল কর্তৃক যুগ যুগ ধরে চলমান নির্যাতনের প্রতিবাদ জানাতে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, রাসূল (সাঃ) অন্যায় দেখে হাত অথবা মুখ অথবা মন থেকে প্রতিবাদ জানাতে বলেছেন। যেহেতু আমাদের এখন হাত দিয়ে প্রতিবাদ জানানোর সুযোগ নেই তাই আমরা এখানে মুখ দিয়ে প্রতিবাদ জানাতে এসেছি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

কুমিল্লা থেকে আসা উবায়দুর রহমান নামে একজন বলেন, আমরা এখানে বিপুল পরিমাণ উপস্থিতির মাধ্যমে বিশ্বকে জানাতে চাই যে আমরা ফিলিস্তিনিদের পাশে আছি। তবে যদি ফিলিস্তিন আমাদের পাশের কোনো দেশ হতো তাহলে আমরা অবশ্যই সশস্ত্র প্রতিবাদ জানিয়ে তাদের পাশে থাকতাম।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।