কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুত বাকৃবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১১ এপ্রিল ২০২৫

৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে শুরু হবে এ পরীক্ষা। চলবে ৪টা পর্যন্ত।

এবারের ভর্তি পরীক্ষায় মোট ৩৮৬৩ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ২০ জন। এরমধ্যে নারী শিক্ষার্থীরা আবেদনে এগিয়ে। আবেদনকারীর মধ্যে ৪৬ হাজার ৯৩২ জন ছাত্র এবং ৪৭ হাজার ৮৮ জন ছাত্রী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাকৃবির রেজিস্ট্রার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

সারাদেশে একযোগে ৯টি কেন্দ্র ও ১৩ উপকেন্দ্রসহ মোট ২২টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। এরই মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাকৃবির রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. হেলাল উদ্দীন, বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং বাকৃবির শিক্ষাবিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।

ছাত্রবিষয়ক উপদেষ্টা জানান, এসএসসি অথবা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ছাড়া ন্যূনতম জিপিএ ৪ এবং মোট ন্যূনতম জিপিএ ৮ দশমিক ৫০ ন্যূনতম যোগ্যতায় প্রার্থীরা আবেদন করেছেন। আসন প্রতি লড়াই করবেন প্রায় ২৫ জন প্রার্থী।

তিনি আরও বলেন, ১৬ মার্চ আবেদনের সময়সীমা শেষ হলে ৮৮ হাজার ৮৮৫ জন প্রবেশপত্র ডাউনলোড করেছেন। পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগামী ১৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। তবে ওই তারিখ সর্বোচ্চ ১৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এবারের ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৬৬৫ জন পরীক্ষা দেবেন।

আসিফ ইকবাল/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।