ফিলিস্তিনিদের প্রতি সংহতি

ইসরায়েলের স্কলারশিপ ফিরিয়ে দিলেন রাবি শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:০০ এএম, ০৮ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বার-ইলান বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার পরও সেখানে ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী মো. কামরুল হাসান (উজ্জ্বল)। তিনি বিশ্ববিদ্যালয়টিতে ‘নিউরো ডাটা ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম’এ ভর্তির সুযোগ পেয়েছিলেন।

কামরুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। বর্তমানে তিনি নরওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সার্ভিস ডিপার্টমেন্টে কর্মরত আছেন।

এ বিষয়ে কামরুল জানান, গত রোববার (৬ এপ্রিল) আমি ‘নিউরো ডাটা ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম’এ ব্রেইন অ্যান্ড ডাটা সায়েন্স বিষয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি। প্রোগ্রামটির আওতায় প্রথম বছর পড়ার জন্য বাধ্যতামূলকভাবে ইসরায়েল যেতে হতো এবং দ্বিতীয় বছর পড়তে হতো ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব জ্যুভাস্কিলাতে। কিন্তু আমি ইসরায়েলের প্রতি কোনো সমর্থন দেই না, তাই সেখানে পড়তে রাজি হইনি।

তিনি আরও বলেন, সম্ভবত এটি আমার অ্যাকাডেমিক জীবনের সবচেয়ে কঠিন একটি সিদ্ধান্ত। অনেক ভাবনা-চিন্তার পর এবং গাজায় চলমান মানবিক সংকট বিবেচনায় আমি সেই অফারটি প্রত্যাখ্যান করেছি—ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য।সবাই আমার জন্য দোয়া করবেন।

কামরুল হাসান বর্তমানে আরও তিনটি ইরাসমুস মুন্ডুস প্রোগ্রামের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

মনির হোসেন মাহিন/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।