বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ১২:১০ এএম, ২৬ মার্চ ২০২৫

ঈদুল ফিতরের বন্ধসহ অন্যান্য বন্ধের কারণে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান সই করা এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৭ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো। উক্ত সময়ে বেরোবির সব শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হলো।

বিজ্ঞাপন

ফারহান সাদিক সাজু/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।