বেরোবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জয়, সদস্যসচিব মেহেদী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয়কে আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের মেহেদী হাসানকে সদস্যসচিব করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী ও সদস্যসচিব (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল জাবের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নাঈম ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও ইংরেজী বিভাগের বায়জিদ বোস্তামীকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।
সদস্যরা হলেন নেজাজ ইসলাম (জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ), আব্দুল মজিদ (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম), আহসান হাবীব রকি (ইতিহাস ও প্রত্নতত্ত্ব), মুসতাকিম মিয়া (ইতিহাস ও প্রত্নতত্ত্ব), সানোয়ার ইসলাম (ইতিহাস ও প্রত্নতত্ত্ব), জাকারিয়া ইসলাম (জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ), তামিম ইকবাল (ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), সাকিব মিয়া (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং), মাহবুব আলী (ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম), নাদিম মিয়া (পরিসংখ্যান), জাহিদ ইসলাম (লোকপ্রশাসন), জিসান ইসলাম (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম) এবং সালেহ উদ্দিন (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম)।
ফারহান সাদিক সাজু/এসআর