আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। মিছিল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা।
শুক্রবার (২১ মার্চ) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। ইনকিলাব মঞ্চের মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন দিয়ে শ্যাডো হয়ে সূর্য সেন হল ও ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্য আসে।
সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেন, আজ যেখানে ইসরায়েল দাঁড়িয়েছে তেমনি আমার সীমান্তের পাশে একটি এশিয়ান ইসরায়েল দাঁড়িয়ে গেছে। আর সেই এশিয়ান ইসরায়েল হলো ভারত। দিল্লি ইস্যু, ইসরায়েল ইস্যু আর আওয়ামী লীগ আলাদা নয়।
তিনি বলেন, খুনি হাসিনা তার শোষণ পাকাপোক্ত করার জন্য ইসরায়েল থেকে যে স্পাই ওয়ার কিনেছিল, অতিদ্রুত সেই স্পাই ওয়ারের হিসাব দিতে হবে। বাংলাদেশের পাসপোর্ট থেকে আওয়ামী লীগ ভারতীয় প্রেসক্রিপশনে এক্সেপ্ট ইসরায়েল শব্দ উঠিয়ে দিয়েছে। অতিদ্রুত এক্সেপ্ট ইসরায়েল লিখতে হবে।
হাদী বলেন, ‘আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাইলে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে। দুই হাজারের অধিক শহীদ এবং হাজার হাজার আহতের রক্তের শপথ, আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেবো না। আওয়ামী লীগ মানেই খুনি।’
এসময় তারা ‘আওয়ামী লীগের বিচার চাই’, ‘আওয়ামী লীগের গদিতে, আগুন জ্বালো একসঙ্গে’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ ‘ইউনূস সাহেবের বক্তব্য প্রত্যাহার করতে হবে’, ‘গণহত্যার বিচার চাই’, ‘অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে’, ‘আওয়ামী লীগের বিষদাঁত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘শহীদদের দিচ্ছে ডাক আওয়ামী লীগ নিপাত যাক’ ইত্যাদি স্লোগান দেন।
মিছিলে আন্দোলনকারীদের হাতে ‘খুনি লীগের পুনর্বাসন, রুখে দাও জনগণ’, ‘জুলাইয়ের বাংলায় গণহত্যাকারীদের ঠাঁই নেই, ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
এমএএইচ/জিকেএস