ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে শেকৃবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেকৃবি
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২০ মার্চ ২০২৫
ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও ভারতে অব্যাহত উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এসএইউ ইসলামিক সোসাইটির ব্যানারে এ মিছিল টিএসসি, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন ও বিভিন্ন হল প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা নানান স্লোগান দেন। ‘গাজা তুমি একা নও, আমরা আছি তোমার পাশে’, ‘ফিলিস্তিনের শিশুরা আমাদের সন্তান’, ইজরায়েলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মোদীর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’ সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ইসরায়েল ঘুমন্ত অবস্থায় মানুষকে হত্যা করছে, যাদের অধিকাংশই শিশু এবং নারী। এ থেকেই বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্য কী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ভারতে হোলিকে কেন্দ্র করে এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের আজকের অবস্থান এসব আগ্রাসনের বিরুদ্ধে।

এ সময় দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান শিক্ষার্থীরা।

সাইদ আহম্মদ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।