নওগাঁ মেডিকেল বন্ধ না করতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১৭ মার্চ ২০২৫

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পড়ুয়া নওগাঁ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়’।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সমাবেশে সংগঠনের সভাপতি রিদুয়ান রহমান সাইফ বলেন, আমরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, সরকার বলতে চাচ্ছে নওগাঁ মেডিকেল মানহীন প্রতিষ্ঠান। অথচ রাজশাহী মেডিকেলের অন্তর্ভুক্ত ২৪টি মেডিকেল কলেজের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করে নওগাঁ মেডিকেল কলেজ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারের এ দাবি ভিত্তিহীন। সরকার যদি তার সিদ্ধান্তে অটুট থাকে বা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, তাহলে আমরা বৃহৎ গণআন্দোলনের ডাক দেবো।

সংগঠনের দপ্তর সম্পাদক জামিউল হাসান জামিল বলেন, ২০১৮ সালে নওগাঁ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলেও এখনো এটির স্থায়ী কোনো ক্যাম্পাস নেই। এর ব্যর্থতা সরকারের, নওগাঁ মেডিকেল কলেজের না। তাই সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান এবং দ্রুততম সময়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানাচ্ছি।

এদিকে, নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করা হলে চাল ও আম সরবরাহ বন্ধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নওগাঁ মেডিকেল কলেজ রক্ষা আন্দোলন কমিটি। গত শনিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে ডাকা প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা এ হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।