শাবিপ্রবিতে ক্লাস করতে এসে আটক ছাত্রলীগকর্মী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১১ মার্চ ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্লাস করতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী। আটক ছাত্রলীগ কর্মী নুর মো. বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১১মার্চ) দুপুর ২টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে থেকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন বায়েজিদ। তবে ১৫ জুলাই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলন বলে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ান। এতে ছাত্রলীগের তোপের মুখে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সদস্য সচিব হাফিজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে বিরোধিতা করায় তার নামে একাধিক মামলা রয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাকে সোপর্দ করেছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, আমরা খবর পাই শিক্ষার্থীরা একজনকে আটক করেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নাঈম আহমদ শুভ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।