বুয়েটের ভিসি খালেদা একরাম মারা গেছেন


প্রকাশিত: ০২:১৮ এএম, ২৪ মে ২০১৬

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী ভিসি খালেদা একরাম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার রাত ২টায় থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুয়েটের একটি সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। বুয়েটের প্রথম এ নারী ভিসি একই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী এবং ৩৯ বছর ধরে শিক্ষকতা করছেন।

সূত্র জানায়, তার বাড়ি বগুড়া হলেও তিনি ঢাকাতেই বড় হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই বিদ্যালয়েও  পড়াশুনা করেছেন।

এমএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।