উচ্চশিক্ষার স্বপ্নে জবি ভর্তি পরীক্ষায় ২ ফুট উচ্চতার মুস্তাকিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ২ ফুট উচ্চতার তরুণ মুস্তাকিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে চট্টগ্রাম থেকে এসে ভর্তি যুদ্ধে নেমেছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষার তৃতীয় শিফটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন তিনি।

শারীরিক প্রতিবন্ধকতা তার উচ্চশিক্ষার স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি। ছোটবেলা থেকেই শিক্ষা অর্জনের প্রতি তার গভীর আগ্রহ ছিল বলে জানান মুস্তাকিন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি সব সময় চেয়েছি পড়াশোনা চালিয়ে যেতে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়েই এখানে এসেছি। বর্তমানে আমার বয়স ২০ বছর।’

বিজ্ঞাপন

শরীরের উচ্চতা কম হলেও তার আত্মবিশ্বাস ও শিক্ষার প্রতি আগ্রহ দেখে সবাই মুগ্ধ। পরীক্ষার কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত বিএনসিসির পক্ষ থেকে তার জন্য বিশেষ সহায়তা দেওয়া হয়, যাতে তিনি নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন।

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসা মুস্তাকিন বলেন, শারীরিক উচ্চতা আমার জন্য কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। সবার ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি আরও এগিয়ে যেতে পারব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ নিয়ে জবির বিএনসিসি ইনচার্জ তৌফিক বলেন, বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে বিএনসিসি। মুস্তাকিনের মতো মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীরা আমাদের জন্য অনুপ্রেরণা।

আরএএস/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।