রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো হচ্ছে গবেষণা মেলা

শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে ও গবেষণাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গবেষণা সংসদ (আরইউআরএস)।
এরই ধারাবাহিকতায় রাবি ক্যাম্পাসে এই প্রথম ২২ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ছাত্র সম্মেলন ও গবেষণা মেলা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক তানজিম হাসান প্রাঙ্গণ।
এতে বলা হয়, গবেষণা মেলায় পাঁচশতাধিক গবেষকসহ প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেবেন। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫৭৩টি গবেষণা সারসংক্ষেপ জমা পড়েছে। এখান থেকে ৮৬ জন শিক্ষকের মাধ্যমে যাচাই-বাছাই করে ৩৩৪টি সারসংক্ষেপ চূড়ান্ত পর্যায়ের জন্য বাছাই করা হয়। সেখান থেকে ২০২ জন প্রেজেন্টিং অথরসহ মোট ৪০৭ জন গবেষক চূড়ান্ত নিবন্ধন করেন।
মেলায় ৮০০ এর বেশি নিবন্ধিত দর্শক অংশগ্রহণ করছেন। ভলেন্টিয়ার মেম্বার রয়েছে ১৫০ জন। বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদসহ দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ অংশ নেবে।
এরমধ্য থেকে ১০টি বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদ, চারটি ইনস্টিটিউট এবং একটি আন্তর্জাতিক গবেষণা সংগঠন, উচ্চশিক্ষা বিষয়ক সংগঠনের সরাসরি স্টল থাকছে। সংসদের উদ্যোগে মেলায় থাকছে দুই মিনিটে গবেষণার বিভিন্ন অঙ্গ সম্পর্কে জানার সুযোগ।
এদিকে, কনফারেন্সে দুই ধরনের উপস্থাপনার সুযোগ থাকছে। ওরাল প্রেজেন্টেশন এবং পোস্টার প্রেজেন্টেশন। এছাড়া পাবলিকেশনগুলো প্রকাশের সুযোগ থাকবে এ মেলায়।
মনির হোসেন মাহিন/জেডএইচ/জেআইএম