কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুয়েটে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।

মিছিলটি পলাশী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশ দিয়ে বকশিবাজার মোড় ঘুরে পুনরায় বুয়েট শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাই আহত কেন-প্রশাসন জবাব চাই’, ‘কুয়েটে হামলা কেন-জবাব চাই জবাব চাই’ ‘ছাত্রদলের সন্ত্রাসীরা-হুঁশিয়ার সাবধান’, ‘ক্যাম্পাসে ছাত্র রাজনীতি-চলবে না চলবে না’ স্লোগান দেন।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানান। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে সব ধরনের রাজনীতি বন্ধেরও দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএইচএ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।