মাহমুদুর রহমান

সত্য উদঘাটন করে দেশের কল্যাণে সাংবাদিকতা করতে হবে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৩:৪১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দেশকে ভালোবেসে এবং সত্যকে উদঘাটন করে দেশ ও জাতির কল্যাণের জন্য সাংবাদিকতা করতে হবে বলে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন ড. মাহমুদুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, দলীয় প্রভাবমুক্ত হয়ে সাংবাদিকতা করতে হবে। যদি কোনো কিছুর প্রতি প্রভাবিত হতেই হয়, সেটা হবে দেশের প্রতি। নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দেশের প্রতি ভালোবাসার উপহারস্বরূপ সত্যকে উদঘাটন করে দেশ ও জাতির কল্যাণের জন্য সাংবাদিকতা করতে হবে।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, শাবির গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ উদ্দিন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ও আইকিউএসই'র পরিচালক ড. সালমা আক্তার, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম, সহকারী প্রক্টর মো. বেলাল শিকদার ও ড. মো. জাহাঙ্গীর, শাবির রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, আমার দেশ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, শাবি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলম প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মতবিনিময় শেষে ড. মাহমুদুর রহমানের হাতে শাবি প্রেসক্লাবের প্রকাশনা ‘কথন-৪' তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

নাঈম আহমদ শুভ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।