জবি ছাত্রদলের ৪৫৫ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৪৫৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও সামসুল আরেফিনকে সদস্যসচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

কমিটিতে ২০৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ২৪৯ জনকে সদস্য করা হয়েছে। গত বছরের ২৩ ডিসেম্বর ২৩ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রদলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। আংশিক কমিটিতে সবার নাম আসেনি, এখন যেন সবাই ছাত্রদলের পরিচয় বহন করতে পারবে সে জন্য সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবাইকে নিয়ে একসঙ্গে ছাত্রদল এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সদস্যসচিব সামসুল আরেফিন বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সুদীর্ঘ এই সময়ে যারা দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন সবাইকে রাজনৈতিক পরিচয় দেওয়া হয়েছে। দুঃসময়ে দলের পাশে থাকা সকলকে স্থান দেওয়া হয়েছে। ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদল আগামীর ইতিহাস রচনা করবো।

আরএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।