ছাত্রলীগের সংঘর্ষ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুদিন পরীক্ষা স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:১৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০২২

কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সব পরীক্ষা দুদিন স্থগিত ঘোষণা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১১-১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ও শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ২৫ জন আহত হয়েছেন। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।