ঢাবিতে ছাত্রদলের মিছিলে ‘বাইক হামলা’
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ‘বাইক হামলা’ চালানো হয়েছে।
রোববার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টিএসসির দিকে এগোলে এ হামলা হয়।
হামলায় ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে অন্তত ১০ নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে ছাত্রদলের ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব জাগো নিউজকে বলেন, ‘আমরা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম। এসময় বিএনসিসির সামনে বাইক নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে হামলা করে।’
হামলার বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জাগো নিউজকে বলেন, ছাত্রদলের ওপর ছাত্রলীগের পক্ষ থেকে কোনো হামলা করা হয়নি। আমরা ত্রাণ বিতরণ শেষে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম আর তারা মিছিল নিয়ে আসছিল। রাস্তায় জ্যাম লেগে যাওয়ায় আমরা মোটরসাইকেলের হুইসেল বাজাই। এতেই তারা ভো-দৌড় দেয়।
আল সাদী ভূঁইয়া/এমকেআর/এমএস