চবিতে দ্বিতীয় দফায় প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম দফা হামলার দুই ঘণ্টার মাথায় ফের প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উম্মুক্ত মঞ্চের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি মির্জা ফখরুল ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বী। এদের মধ্য মির্জা ফখরুলকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

cu

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথম দফা হামলার বিচারের আশ্বাসে প্রক্টরের কাছে যান ছাত্রজোট নেতারা। তবে আশানুরূপ সাড়া না পেয়ে বিকেল ৩টার দিকে তারা প্রতিবাদ মিছিল নিয়ে শহীদ মিনারে যাওয়ার চেষ্টা করে। এ সময় মিছিলটি উন্মুক্ত মঞ্চের সামনে এলে ছাত্রলীগ কর্মীরা ফের লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হন। এছাড়া আহতদের অ্যাম্বুলেন্সে করে নেয়ার সময় ছাত্রলীগ নেতাকর্মীরা অবরোধের চেষ্টা করে। পরে পুলিশি প্রহারায় অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

দ্বিতীয় দফা হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বলেন, আমরা ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছি। বর্তমানে ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ নিয়োজিত আছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

আবদুল্লাহ রাকীব/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।