ঈদে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত


প্রকাশিত: ১২:২৮ পিএম, ২০ জুলাই ২০১৪

ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। বেসরকারি চ্যানেল দেশ টিভির আমন্ত্রণে তার এই সফর। জানা গেছে, রোজার ঈদের পরদিন দেশ টিভিতে ‘কল-এর গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ৬১ বছর বয়সী এই বর্ষীয়ান শিল্পী।

স্টুডিও থেকে রাত ৯টা ৪৫ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে ‘কল-এর গান’। এর প্রযোজক সুমন সাহা জানান, অনুষ্ঠানে দর্শকরা সরাসরি অঞ্জন দত্তের সঙ্গে ফোনে কথা বলতে ও অনুরোধ জানিয়ে পছন্দের গান শুনতে পারবেন। উপস্থাপক হিসেবে থাকবেন তানিয়া হোসেন।  

অঞ্জন দত্ত ঢাকায় এসে পৌঁছাবেন ঈদের দিন। ‘কল-এর গান’ অনুষ্ঠানে গেয়েই তিনি আবার ফিরে যাবেন কলকাতায়। ১৪ জুলাই থেকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘নির্বাক’ ছবিতে অভিনয় করছেন তিনি। এখানে তার সহশিল্পী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

সম্প্রতি প্রকাশ হয়েছে অঞ্জন দত্তের নতুন একক অ্যালবাম ‘ঊনষাট’। ‘এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন’, ‘রঞ্জনা আমি আর আসবো না’, ‘কাঞ্জনজঙ্ঘা’, ‘মেরিয়েন’সহ তার অসংখ্য গান দুই বাংলায় জনপ্রিয়।

‘কল এর গান’-এ গাইতে ভারত থেকে দেশ টিভির আমন্ত্রণে আরও আসছেন অন্বেষা (ঈদের চতুর্থ দিন) ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় (ঈদের ষষ্ঠ দিন)। অন্য দিনগুলোতে সংগীত পরিবেশন করবেন লালন ব্যান্ড (ঈদের দিন), সোলস ব্যান্ড (ঈদের তৃতীয় দিন), এসআই টুটুল ও তার ব্যান্ড ধুব্রতারা (ঈদের পঞ্চম দিন) এবং সুমনা হক, ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, নকীব খান, পিলু খান ও কাজী হাবলু (ঈদের সপ্তম দিন)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।