ফেসবুক থেকে কেনাকাটা


প্রকাশিত: ০৩:৩৭ এএম, ১৯ জুলাই ২০১৪

অনলাইনে পণ্য কেনাকাটা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আর তাই শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক অনলাইনে কেনাকাটা বাড়াতে নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এত দিন ফেসবুকের সাইট থেকে গ্রাহকরা শুধু বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনই দেখতে পেতেন, কিন্তু নতুন ‘বাই’ অপশন চালু করার ফলে তারা বিজ্ঞাপন দেখার পর সরাসরি ফেসবুক সাইট থেকেই পণ্যটির সরবরাহ আদেশও দিতে পারবেন। খবর রয়টার্স

ফেসবুক প্রাথমিকভাবে পরীক্ষামূলক ‘বাই’ অপশন চালু করার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে সেবাটি স্থায়ীভাবে চালু করার পরিকল্পনা করছে। আপাতত এটি যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সামাজিক যোগাযোগ সাইটটির মোবাইল ও ডেস্কটপ উভয় সংস্করণেই সেবাটি চালু হবে। গত বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে পরীক্ষামূলকভাবে ‘বাই’ অপশনটি চালু করার কথা জানায়।

বিশ্লেষকদের মতে, ফেসবুকের নতুন এ সেবা অনলাইনে কেনাকাটা বাড়াতে বড় ধরনের প্রভাব রাখবে। বিশ্বের বহু মানুষ এখন ফেসবুক ব্যবহার করছে। ফলে যে কোনো প্রতিষ্ঠান তাদের পণ্যের বিজ্ঞাপন প্রচারে এ ধরনের জনপ্রিয় মাধ্যমগুলোকেই বেছে নেয়। ফেসবুকের বিজ্ঞাপন ব্যবসা এরই মধ্যে পরিপক্ব রূপ ধারণ করেছে। এ কারণে বিজ্ঞাপন দেখার পাশাপাশি কেনার সুযোগটি ই-কমার্সের বাজার বৃদ্ধিতে বড় ধরনের প্রভাব রাখবে।

জানা গেছে, ফেসবুকের মাধ্যমে পণ্য কিনতে এখন প্রতিষ্ঠানটিকে কোনো ধরনের অর্থ পরিশোধ করতে হবে না। তৃতীয় পক্ষের মাধ্যমে ফেসবুক গ্রাহকদের তথ্য লেনদেন করবে। বাজার বিশ্লেষকদের মতে, নতুন সেবাটির মাধ্যমে গ্রাহক বৃদ্ধির জন্য অপেক্ষা করছে মার্কিন প্রতিষ্ঠানটি। তবে পরবর্তীতে ‘বাই’ অপশনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসা পরিপক্ব হলে ফেসবুক এ ব্যবস্থার মাধ্যমে অর্থ উপার্জন শুরু করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে ২০১২ সালে ফেসবুক সাইটটির ব্যবহারকারীদের মোজা, টেডিবিয়ারের মধ্যে পণ্য কেনার সেবা চালু করে। কিন্তু এক বছরের মধ্যেই সেবাটি বন্ধ করে দেয়া হয়। এবারের সেবাটি নিয়ে প্রতিষ্ঠানটি স্থায়ী পরিকল্পনা করছে বলে জানান সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।