রবি-এয়ারটেল একীভূতকরণে টেকনিক্যাল কমিটি


প্রকাশিত: ১০:০৬ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

রবি ও এয়ারটেল একীভূতকরণের বিষয়টি চূড়ান্ত করতে শিগগিরই একটি উচ্চ পর্যায়ের টেকনিক্যাল কমিটি গঠনের কথা জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ।

বুধবার অপারেটর দুটি একীভূতকরণের বিষয়ে গণশুনানি চলাকালে এ কথা জানান তিনি।

ড. শাজাহান মাহমুদ বলেন, কার্যক্রমটি অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ হওয়ায় নিয়ন্ত্রণ কমিশন এ বিষয়ে হুটহাট সিদ্ধান্ত নিতে পারছে না। তবে বর্তমানে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ এর ৮৭ ধারা মোতাবেক তিন সদস্যের একটি কমিটি কাজ করছে।

কমিটির সদস্যরা হলেন- বিটিআরসি চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ, কমিশনার (এসএম) এটিএম মনিরুল ইসলাম, কমিশনার (এলএল) জহিরুল ইসলাম।

রবি ও এয়ারটেল একীভূতকরণের বিষয়টি চূড়ান্ত  করতে এবং কমিটির সদস্যদের দ্রুত সিদ্ধান্ত নেয়ার সুবিধার্থে এ ধরনের টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান ড. শাজাহান।

আরএম/একে/এবিএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।