কুকুরের মুখে নবজাতকের মরদেহ

ফাইল ছবি
নীলফামারীর ডোমার উপজেলা সদরের পৌর এলাকার কাজীপাড়া গ্রামে কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার এ মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে শিশুটিকে এক নজর দেখার জন্য ভিড় জমায় শত শত নারী পুরুষ। আশপাশের কোন ক্লিনিক থেকে শিশুটিকে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।
লোকজনের ভিড় ঠেকাতে স্থানীয় কাউন্সিলর সেলিম রেজার পরামর্শে এলাকাবাসী দ্রুত শিশুটির মরদেহ স্থানীয় ভূমি অফিসের পেছনে কবরস্থ করে। এ সময় এলাকাবাসী ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে।
জাহেদুল ইসলাম/এফএ/এসএস/পিআর