কাওড়াকান্দি ঘাটে বাসচাপায় নিহত ১

মাদারীপুরের কাওড়াকান্দি ফেরি ঘাটে বাসচাপায় বিশ্ব জাকের মঞ্জিলের ১ মুরিদ নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল ফেনীর দাগনভূঁইয়া উপজেলার চন্ডিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, বুধবার সকালে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল থেকে মুরিদদের নিয়ে ফেনীগামী গাউছিয়া পরিবহনের একটি বাস জেলার শিবচরের কাওড়াকান্দি রো রো ফেরি ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। এ সময় গাড়ির যাত্রী বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ জামাল হোসেন (৩৫) গাড়ি থেকে নেমে রাস্তায় হাঁটাহাঁটি করছিল। গাড়িটি ফেরিতে ওঠার সময় ওই যাত্রী দৌঁড়ে গাড়িতে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে গেলে গাড়িটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাসিরুল হক/এসএস/এমএস