ক্যাটরিনাকে প্রপোজ করলেন আদিত্য!


প্রকাশিত: ১১:৪২ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

অভিনয় দিয়ে কতোটা পেরেছেন সে নিয় বিতর্ক হতেই পারে। তবে প্রেম দিয়ে বলিউড মাত করেছেন ক্যাটরিনা কাইফ এই কথা সবাই একবাক্যে মানবেন। সেই সালমান থেকে রণবীর কাপুর- এই দুই তারকাকে নিয়ে ক্যাটের একেবারে প্রেমের রসালো গল্প।

তবে এবার তিনি আলোচনায় এলেন আরো একটি প্রেমের প্রস্তাব পেয়ে। আর সেটি দিয়েছেন ক্যাটরিনার নতুন ছবি ‌‘ফিতুর’র নায়ক আদিত্য রায় কাপুর। ফেব্রুয়ারি মানেই ভালোবাসাকে ঘিরে নানা রঙের দিবস। পাশ্চাত্যের এই সংস্কৃতি জায়গা করে নিয়েছে সারা বিশ্বে। ধারাবাহিকভাবে গেল রোববার ৭ ফেব্রুয়ারি ছিলো রোজ ডে অর্থাৎ গোলাপ দিয়ে পছন্দের মানুষকে শুভেচ্ছা জানানোর দিন। তাই করলেন আদিত্য। ক্যাটরিনাকে গোলাপ হাতে হাটু গেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। আর ৮ ফেব্রুয়ারির ‘প্রপোজ ডে’ উপলক্ষে প্রপোজও করে বসলেন! তাই দেখে হেসে খুন ধুম কন্যা। তবে হতাশ করেননি ক্যাটরিনা। একেবারে ফিল্মি স্টাইলে জড়িয়ে ধরেন আদিত্যকে।

পরিচালক অভিষেক কাপুরের নতুন ছবি ‘ফিতুরে’ জুটিবদ্ধ হয়েছেন এই ক্যাটরিনা ও আদিত্য। বর্তমানে চলছে ছবিটির প্রচার প্রচারণা। তারই অংশ হিসেবে ফিতুর টিম গতকাল শনিবার গিয়েছিলো জয়পুর। আর সেখানেই হাতে গোলাপ নিয়ে হাটুগেড়ে ক্যাটরিনাকে শুভেচ্ছা জানান ক্যাটরিনার পর্দার নায়ক আদিত্য।  

এই দুই তারকার ‘ফিতুর’ ছবিটি চলতি মাসের ১২ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।