চাঁপাইনবাবগঞ্জে ৪ গরুসহ ভারতীয় নাগরিক আটক


প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

চাঁপাইনবাবগঞ্জে ৪টি গরুসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার সকালে সদর উপজেলার পদ্মার চর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার রামনগর গ্রামের সামাউন শেখের ছেলে রবি শেখ (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নাজমুল আলম জানান, সোমবার সকাল পৌনে দশটার দিকে বাখের আলী পদ্মার চর এলাকা থেকে ৩ হাজার ১০০ ভারতীয় রুপি ও চারটি ভারতীয় গরুসহ রবি শেখকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তিনি জানান, সীমান্ত পিলার ২৭/৭ এস এর পাশ দিয়ে রবি শেখ অবৈধভাবে বাংলাদেশের পাঁচ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে। পরে রবিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ও গরুগুলোকে কাস্টমসে জমা দেয়া হয়।

মোহা: আব্দুল্লাহ/এফএ/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।