বাবুল হত্যা মামলা তদন্ত করবে গোয়েন্দা পুলিশ
শাহ আলী থানা এলাকায় চা দোকানি বাবুল মাতুব্বরকে আগুন দিয়ে হত্যা করার অভিযোগে দায়ের করা মামলাটি মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার জাগো নিউজকে জানান, অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বুধবার রাতে চাঁদা না পেয়ে বাবুলকে আগুন দিয়ে হত্যা করার অভিযোগ করে শাহ্ আলী থানায় ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় থানার ওসিসহ ৬ জনকে প্রত্যাহার করে ডিএমপি।
এআর/এসকেডি/এবিএস