যে সড়কে ভারি যানবাহন চলে না
ভারি যানবাহন চলাচলই করতে পারছে না ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই-জিয়ানগর সড়ক দিয়ে। কালভার্টটি সংস্কারের অভাবে এমন ভাবেই ভেঙেছে, যেকোনো ধরনের যানবাহন চলাচলের জন্যই তা আজ বিপদজ্জনক হয়ে পড়েছে।
স্থানীয় ব্যবসায়িরা জানান, পাগলাকানাই-জিয়ানগর সড়কটি অত্র এলাকার খুবই গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়কটিই পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার সঙ্গে অত্র এলাকার মানুষের সহজে যোগাযোগের একটি অন্যতম রাস্তা। কিন্তু গত দু`মাস যাবৎ এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। দেখার যেন কেউ নেই।
তারা আরও জানান, এ রাস্তা ধরেই যেতে হয় গুরুত্বপূর্ণ বাজার বেতাই, চন্ডিপুর, জিয়ানগর, বেলেখাল, ডাকবাংলাসহ আরও বড়-বড় পাঁচটি বাজারে। প্রত্যেকটি বাজারই সব্জির জন্য বিখ্যাত। প্রতিদিন কমপক্ষে পনের হাজার মানুষ ব্যবহার করছে এই রাস্তা। প্রায় প্রতি রাতেই ঘটছে দুর্ঘটনা। কালভার্টটি ভেঙে যাওয়াই ব্যবসায়িদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা এর দ্রুত সংস্কার চান।
গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুুর রহমান লিটন জাগো নিউজকে জানান, কালভার্ট ভেঙে যান চলাচলে খুবই সমস্যার সৃৃষ্টি হচ্ছে। যেহেতু সড়কটি এলজিইডির অন্তর্ভূক্ত, তাই কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে। তবে আজ পর্যন্ত এর কোনো সুরাহা জনগণ পায়নি। এলাকাবাসীর পক্ষে তিনি অতি দ্রুত সমাধান চান।
এমজেড/পিআর