সিলেটে প্রকৌশলীর বাসায় ডাকাতির অভিযোগে আটক ২
সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশলীর বাসায় ডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন দু’জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, ওই বাসার গৃহপরিচালক শেকুল ইসলাম ও সাবেক গৃহপরিচালিকার ভাই কায়েস মিয়া।
সোমবার দুপুরে নগরের গুয়াইপাড়া এলাকা থেকে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়। এর আগে সোমবার আনুমানিক ভোর চারটার দিকে রুপসা এলাকায় বাসার গ্রিল ভেঙে ঘরে ঢোকে ১০-১২ জনের একটি ডাকাত দল। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে বেঁধে লুটপাট করে।
গৃহকর্তা প্রকৌশলী রুহুল আলম খাঁন জানান, ডাকাতরা বাসার বিভিন্ন আলমিরা ও লকার ভেঙে প্রায় ৮০ ভরি স্বর্ণ, নগদ দেড় লক্ষাধিক টাকা ও ১১ টি মোবাইল ফোন লুট করেছে। এর মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে দাবি করেন তিনি।
ডাকাতির খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) ফয়সল মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ছামির মাহমুদ/এফএ/এমএমএস