২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করছে সফরকারী অস্ট্রেলিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান।

সোমবার সেডন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল কিউরা। মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম ৯.৩ ওভারেই ৮৪ রান তুলে ফেলেছিলেন। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা নিজেদের ইনিংসগুলো বড় করতে না পারলে এবং ১০ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা।

দুর্দান্ত ফর্মে থাকা গাপটিল ৪ চার ও ৩ ছয়ে ৬১ বলে ৫৯ রানে সাজঘরে ফেরেন। তার আগে অবশ্য ম্যাককালাম রঙিন পোশাকের শেষ ইনিংসটিতে ৪৭ রানে মাঠ ছেড়েছেন। বরাবরের মতই বিধ্বংসী ছিল তার বিদায়ী ইনিংসটি। ৬ চার ও ৩ ছয়ে ২৭ বলে টর্নেডো ইনিংসটি সাজিয়েছেন তিনি।

পরে কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস সমান ১৮-এর সংগ্রহে ফিরলে চাপে পরে কিউইরা। গ্রান্ট এলিয়টের ফিফটি ও কোরি অ্যান্ডারসনের ২৭ এর পর আর কেউ দাঁড়াতে না পারলে শুরুর বড় রানের সম্ভাবনা আড়াইশর আগেই শেষ হয়ে যায়। এলিয়ট ১টি করে চার-ছয়ে ৬২ বলে ৫০ রানে ফিরেছেন। এছাড়া লুক রঞ্চি ৫, ডগ ব্রেসওয়েল ২, অ্যাডাম মিলনে ৫ রানে সাজঘরে হাঁটা দেন।

অজিদের হয়ে মিচেল মার্শ সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। আর জস হ্যাজেলউড, জন হ্যাস্টিংস ও স্কট বোল্যান্ডের দখলে গেছে ২টি করে উইকেট।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।