সচিব পর্যায়ের স্থগিত বৈঠক আয়োজনের অনুরোধ নেপালের


প্রকাশিত: ০৬:২৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

বাণিজ্য সচিব পর্যায়ের স্থগিত বৈঠক আবার আয়োজনে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে নেপাল। এর আগে গত অক্টোবরে বৈঠক হওয়ার কথা থাকলেও নেপালে চলমান অস্থিতিশীলতার কারণে দেশটির সরকারের অনুরোধে তা স্থগিত করা হয়।

কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে দুই দেশের বাণিজ্য সচিবের বৈঠকে বসার কথা ছিল। বৈঠকে দুই দেশের মধ্যে পণ্যের বাজার সুবিধা ও বাণিজ্য বাধা দূরীকরণ বিষয়ে একটি চুক্তি হওয়ার কথা ছিল।

ওই চুক্তিতে ১০৮টি পণ্যে নেপালকে শুল্ক মুক্ত সুবিধা দেবে বাংলাদেশ; এর অধিকাংশই কৃষি পণ্য। এছাড়া নেপাল ৫০টি পণ্যের ক্ষেত্রে বাংলাদেশকে সুবিধা দেবে।

নেপালের বাণিজ্য সচিব নাইন্দ্র উপাধ্যায়া বলেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহে কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত বাংলাদেশ ট্রেড ফেয়ার শেষে ওই বৈঠকের বিষয়ে অনুরোধ জানানো হয়। তবে এ বিষয়ে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, টেকনিক্যাল ব্যারিয়ার টু ট্রেড (টিবিটি) ও স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি (এসপিএস) ব্যবস্থা সম্পর্কিত সমঝোতা স্মারকের দুটি খসড়া পাঠিয়েছে নেপাল। এতে দুই দেশের পণ্যের মান সংক্রান্ত সনদ স্বীকৃতি ও কারখানায় উৎপাদিত পণ্যের জন্য টিবিটি সংক্রান্ত সমঝোতা এবং কৃষি পণ্যের জন্য এসটিএস সমঝোতা হবে।

টিবিটি ও এসপিএস’র ব্যাপারে উভয় দেশই রাজি হয়েছে বলে জানান উপাধ্যায়া। তিনি বলেন, দুই দেশের মধ্যে বাজার সুবিধা নিয়েও চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।