শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের জয়
কৃষ্ণার জোড়া গোলে বাংলাদেশের জয় সাউথ এশিয়ান গেমসে শ্রীলংকার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। রোববার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ২-১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা।
ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি । ৬২তম মিনিটে বাংলাদেশের হয়ে প্রথম গোল করেন কৃষ্ণা রানী। কিন্তু মাত্র ৪ মিনিট বাদেই সমতায় ফেরে লংকান মেয়েরা।
তবে তাদের রক্ষণভাগের পক্ষে কৃষ্ণাকে থামানো সম্ভব হয়নি। ম্যাচের ৮৫ মিনিটের মাথায় দ্বিতীয় বারের মতো প্রতিপক্ষের জালে বল ফেলেন তিনি। শ্রীলংকার মেয়েরা নির্ধারিত সময়ের মধ্যে গোল শোধ করতে না পারায় ২-১ গোল ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
এমআর/এসএম