গাজীপুরে গাড়িচাপায় নিহত ১


প্রকাশিত: ০৪:১৮ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হতে গিয়ে গাড়িচাপায় সুলতান উদ্দিন মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সুলতান উদ্দিন মোল্লা গাজীপুরের কাপাসিয়ার উপজেলার চরখামের এলাকার মৃত হেলাল উদ্দিন মোল্লার ছেলে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাহার আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে সুলতান উদ্দিন মোল্লা সালানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
                    
আমিনুল ইসলাম/এসএস/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।