উত্তর কোরিয়ার ওপর অবরোধের হুমকি জাতিসংঘের


প্রকাশিত: ০৩:৩৩ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিষয়টি নিয়ে সংস্থাটির নিরাপত্তা পরিষদ নিউইয়র্কে এক জরুরি বৈঠক করেছে। বৈঠক শেষে জানায়, রকেট উৎক্ষেপণের বিষয়ে উত্তর কোরিয়ায় নতুনভাবে অবরোধ আরোপের প্রস্তাব গ্রহণ করবে সংস্থাটি। খবর-বিবিসি’র।

এদিকে পিয়ংইয়ং পঞ্চমবারের মতো এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। উত্তর কোরিয়া দাবি, কক্ষপথে পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠাতেই এ রকেট নিক্ষেপ। এর সঙ্গে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো সম্পর্ক নেই।

এর আগেও গত মাসে (জানুয়ারি) সফলভাবে হাইড্রোজেন বোমা বিস্ফোরণের পরীক্ষার দাবি করেছিল উত্তর কোরিয়া। যার কারণে এখনো আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে দেশটি। বলা হচ্ছে জাতিসংঘের আইন লঙ্ঘন করেছে তারা।

এদিকে উত্তর কোরিয়ার ওপর কঠোর অবরোধ আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেবার এখনই সময় বলে দাবি করছেন দক্ষিণ কোরিয়ায় জাতিসংঘের দূত ও’জুন। তিনি বলছেন, “উত্তর কোরিয়াকে এটা বুঝিয়ে দিতে হবে যে পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিয়ে কোনো হেলাফেলা করলে চলবে না। বিষয়টি নিয়ে তাদের সিদ্ধান্ত অবশ্যই পরিবর্তন করতে হবে। আর এ জন্যই দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করতে হবে।”

এছাড়া উত্তর কোরিয়ার প্রতিবেশি দক্ষিণ কোরিয়া, জাপান এবং তাদের সামরিক মিত্র যুক্তরাষ্ট্রও উত্তর কোরিয়ার রকেট নিক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া এবং উদ্বেগ প্রকাশ করেছে।

উল্লেখ্য, গতকাল রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে উত্তর কোরিয়ার সোহে মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি ছোঁড়া হয়।
পিয়ং ইয়ং বলেছে, রকেটটি দশ মিনিটের মাথায় কোয়াংমিয়ংসং নামে একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশের কক্ষপথে প্রবেশ করে।

আরএস/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।