আফ্রিকার জঙ্গলে ব্ল্যাক মাম্বার মুখোমুখি স্টেইন


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

ভেবেছিলেন ঘুরে আসবেন জঙ্গল থেকে; কিন্তু সেই পথে দেখা আফ্রিকার সবচেকে বড় ভয়ের সঙ্গে। যার ফাস্ট বোলিংয়ের দাপটে কুপোকাত হয়েছেন বিশ্বের তাবৎ বড় বড় ব্যাটসম্যানরা, সেই ডেল স্টেইনের সঙ্গে দেখা হয়ে গেল আফ্রিকান ভয়ঙ্কর বিষধর সাপ ব্ল্যাক মাম্বার। এক কথায় মৃত্যুর সম্মুখীন হওয়া। এ ঘটনাই ইনস্টাগ্রামে ভিডিও দিয়ে  জানিয়েছেন স্বয়ং প্রোট্য়িা ফাস্ট বোলার। জোহানেসবার্গ থেকে ৪০০ কিলোমিটার উত্তর-পূর্বের এই ন্যাশনাল পার্কের অভিজ্ঞতার কথাই জানিয়েছেন স্টেইন।

কুরগেন ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এক বন্ধুর সঙ্গে যাচ্ছিলেন স্টেইন। হঠাৎই রাস্তায় দেখতে পান একটি সাপ। মনে হয়েছিল সাপটি আহত। স্টেইন নিজেই ইনস্টাগ্রামে লেখেন, ‘আমরা ভেবেছিলাম কোনও গাড়ির ধাক্কা লেগে সাপটি সম্ভবত আহত। আমরা ওর রাস্তা পেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। মনে হয়েছিল এটা একটা ব্রাউন হাউস সাপ হবে ওটা।’

গল্পের শেষ এখানেই নয়। ব্রাউন হাউস সাপ ভেবে নিয়ে তার কাছেও পৌঁছেও যান স্টেইন। তিনি নিজেই বলছেন, ‘আমরা সামনে যাই ব্যাপারটা বোঝার জন্য। আর তখনই বুঝতে পারি আমাদের সামনে রয়েছেন মিস্টার ব্ল্যাক মাম্বা।’

এই পোস্ট দিয়ে তিনি সবাইকে সাবধানই করতে চেয়েছেন। স্টেইন লিখেন, ‘আমি এটা বোঝাতে চাইছি না, আমার কতটা সাহস। আমি বলতে চাইছি যদি নিশ্চিত না হয়ে থাকি আমার সামনে কী রয়েছে তাহলে তার থেকে নিজেকে সরিয়ে রাখাই ভাল। এই ঘটনার মধ্যে দিয়ে আমি এই শিক্ষাই নিলাম।’ এ ছবি দেখার পর স্টেইনকে অনেকেই বলেছেন, এটি একটি মোজাম্বিক স্পিটিং কোবরা; কিন্তু বেশিরভাগ মানুষই জানিয়েছেন এটি ব্ল্যাম মাম্বা।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।