বইমেলায় সপ্তম দিনে ১১৮ নতুন বই


প্রকাশিত: ০২:১১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলার সপ্তম দিনে নতুন বই এসেছে ১১৮টি। মেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে এসব বই। বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়। সব মিলিয়ে মেলায় এ পর্যন্ত নতুন বই এসেছে ৬৯২টি।

মেলায় আসা নতুন বইগুলোর মধ্যে রয়েছে,  গল্প গ্রন্থ ১৪টি, উপন্যাস ২০টি, প্রবন্ধ ৮টি, কবিতা ৩৩টি, গবেষণা ৯টি, ছড়া ৩টি, শিশুসাহিত্য ৩টি, জীবনী ২টি, মুক্তিযুদ্ধ ৪টি, ভ্রমণ ২টি,  ইতিহাস ২টি, রম্য/ধাঁধা ৪টি, ধর্মীয় ২টি,  সায়েন্স ফিকশন ২টি এবং অন্যান্য ১৯টি।

এমএম/এমএইচ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।