দ্বিতীয় স্বর্ণ পদক আনলেন মাহফুজা
দক্ষিণ এশিয়ার অলিম্পিক এসএ গেমসের সাঁতারে গত দশবছর কোন স্বর্ণ পদক জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই আক্ষেপটা ঘুচিয়েছেন মাহফুজা আক্তার শীলা। মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের এই মহিলা সাঁতারু। এর আগে এসএ গেমসে ২০০৬ সালে সর্বশেষ সাঁতার থেকে স্বর্ণ পদক পেয়েছিল বাংলাদেশ।
গেমসের তৃতীয় দিনটি বাংলাদেশের জন্য এক কথায় সোনায় মোড়ানো। এদিনই এলো দুটি স্বর্ণ পদক। প্রথমে বাংলাদেশকে স্বর্ণ উপহার দেন মাবিয়া আক্তার সীমান্ত। ভারোত্তোলনে স্বর্ণ জেতেন তিনি। এর পরপরই সাঁতার থেকে স্বর্ণ পদক তুলে নিলেন মাহফুজা।
দ্বিতীয় স্বর্ণপদকটি এসেছে অনেকটা অপ্রত্যাশিতভাবে, সাঁতার থেকেই। এই ইভেন্টে স্বর্ণ জয়ের প্রত্যাশাও ছিল কম। গুয়াহাটির ডক্টর জাকির হোসেন অ্যাকুয়াটিক কমপ্লেক্সে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকেই বাংলাদশের পতাকা সবার ওপর উড়িয়েছেন মাহফুজা আক্তার শীলা।
স্বর্ণ পদক জিততে মাহফুজা সময় নিয়েছেন ১ মিনিট ২০:২০ সেকেন্ড। গতবার দেশের মাটিতে (২০১০) হওয়া এস এ গেমসের পদক তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও সাঁতার থেকে কোনো স্বর্ণ জিততে পারেনি বাংলাদেশ।
আইএইচএস/এবিএস