আনোয়ার ও আব্বাসের জামিন আবেদন


প্রকাশিত: ০১:১২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

পৃথক ছয় মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও মির্জা আব্বাস। এর মধ্যে নাশকতার ৩ মামলায় এমকে আনোয়ার এবং মির্জা আব্বাস দুর্নীতির একটি ও নাশকতার তিন মামলায় আবেদন করেছেন।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের পক্ষে আইনজীবীরা পৃথক পৃথক এই আবেদন করেছেন।

এমকে আনোয়ার- ২০১৫ সালের শুরুতে সরকার বিরোধী আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা ও মুগদা থানায় নাশকতার দুই মামলা দায়ের করা হয়। এ দুই মামলায় বিচারিক আদালতে জামিন নাকচ হওয়ার পর হাইকোর্টে জামিন আবেদন করা হয়। বিএনপির এই নেতা বর্তমানে কুমিল্লা জেলা কারাগারে রয়েছেন।

মির্জা আব্বাস মন্ত্রী থাকা অবস্থায় প্লট বরাদ্দের বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা করে দুদক। এ ছাড়া পল্টন ও মতিঝিল থানায় নাশকতার অভিযোগে দায়েরকৃত ২ মামলাসহ তিন মামলায় তিনি এ জামিন আবেদন করেন তিনি।

মির্জা আব্বাস মন্ত্রী থাকা অবস্থায় সাংবাদিকদের মাঝে যে সকল প্লট বরাদ্দ দিয়েছেন তাতে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯ শত টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা করে দুদক। এ মামলাসহ নাশকতার অপর ২ মামলায় তিনি গত ৬ জানুয়ারি নিম্ন আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন। কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিম্ন আদালতে জামিন নাকচ হওয়ার পর উচ্চ আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। মির্জা আব্বাস বর্তমানে কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এফএইচ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।