বইমেলায় ‘নির্দেশিকা’ ফ্রি দিচ্ছে তথ্য কমিশন


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলায় বইপ্রেমীদেরকে বিভিন্ন তথ্য ও জরিপ জানাতে বইমেলায় অংশ নিয়েছে তথ্য কমিশন। মূল উদ্দেশ্য প্রচারণা হলেও তিনটি বই বিক্রি করছেন তারা। সেই সঙ্গে ফ্রি দিচ্ছে একটি নির্দেশিকা।

মেলায় সপ্তম দিনে স্টলটি ঘুরে দেখা গেছে, এলইডি মনিটরের মাধ্যমে বিভিন্ন তথ্য ভিত্তিক জরিপ দেখাচ্ছেন তারা। এছাড়া তথ্য সংক্রান্ত বিষয়গুলো আগত দর্শনার্থীদেরকে বুঝানোর চেষ্টা করছেন কর্মরত তথ্য কমিশনের সদস্যরা।

তারা জানান, আমরা তথ্য সক্রান্ত বিভিন্ন জরিপ নিয়ে মেলায় এসেছি। পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য তথ্য অধিকার আইনের আওতায় আবেদনকারীদের জন্য নির্দেশিকাটি ফ্রি দিচ্ছি আমরা।

তারা আরো জানান, তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সেবার কথা সাধারণ মানুষকে জানাতেই মূলত মেলায় অংশ নিয়েছে তথ্য কমিশন।

এমএম/এমএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।