পিয়া বিপাশার `অ্যানিভার্সারি`
মডেল অভিনেত্রী পিয়া বিপাশা নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাম `অ্যানিভার্সারি`। এটি পরিচালনা করেছেন আতিক জামান, চিত্রগ্রহণ করেছেন আদিত্য মুনির এবং সার্বিক তত্ত্বাবধানে আছেন নির্মাতা রেদওয়ান রনি। পিয়ার বিপরীতে এতে অভিনয় করেছেন মনোজ কুমার।
এ প্রসঙ্গে পিয়া বিপাশা জানান, `অ্যানিভার্সারি` স্বল্পদৈর্ঘ্যটির গল্পটা অনেক চমৎকার। কাজটি নিয়ে আমি খুব আশাবাদি। আমি বিশ্বাস করি ব্যতিক্রমি এই স্বল্পদৈর্ঘ্যটি দর্শকদের ভালো লাগবে।`
ভালবাসা দিবস উপলক্ষে প্রাণ ফ্রুটো ও পপকর্ণলাইভ.টিভি তৈরি করছে করছে চলচ্চিত্রটি। ইতিমধ্যে ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্প্রচারিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ রাতেই www.popcornlive.tv এবং প্রাণফ্রুটো এর ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘অ্যানিভার্সারি’ এমনটাই জানা গেছে নির্মাতা সূত্র থেকে।
এনই/এএইচ/আরআইপি