ভারতে পাট রফতানি সমস্যার দ্রুত সমাধান হবে : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের পাট ভারতে রফতানির ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছে তা দ্রুতই সমাধান হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তোফায়েল বলেন, পাট রফতানির ক্ষেত্রে দুই দেশের মাঝে একটু সমস্যা দেখা দিয়েছে। আমরা এ বিষয়ে সমাধানের লক্ষ্যে আলোচনা করেছি, আশা করছি খুব দ্রুতই একটা সমাধানে পৌঁছাবো। আমাদের পাট ভারতে রাফতানি হবে।
স্বাধীনতা যুদ্ধের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো অটুট আছে।
মুক্তিযুদ্ধে ভারতীয়দের বিশেষ অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী এই দেশ সফর করে গেছেন। দুই দেশের সবচেয়ে বড় সীমান্ত চুক্তির মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরো বৃদ্ধি হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত, নেপাল, ভুটানের মধ্যে যোগাযোগ চুক্তির ফলে এখন আমরা বিভিন্ন পণ্য সামগ্রী ভারতের রাস্তা ব্যবহার করে নেপাল, ভুটানে দিতে পারছি। এতে দেশের ব্যবসায়িক পরিধি আরো বৃদ্ধি পেয়েছে।
তোফায়েল আরো বলেন, ভারতের সঙ্গে সীমান্ত হাট বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ত্রিপুরা, মেঘালয়, আসাম এসব সীমান্তে হাট তৈরির বিষয়ে কথা হয়েছে।
গত বছরে ভারতে ৬ বিলিয়ন ডলার আমদানি এবং ৫০০ মিলিয়ন ডলার রফতানি করা হয়েছে বলে জানান মন্ত্রী।
দেশে আরও ৩০টি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে উল্লেখ করে তোফায়েল বলেন, এই ইপিজেডগুলোর মধ্যে বিশেষ কিছু জোন ভারতীয় ব্যবসায়ীদের জন্য এ দেশের শিল্পখাতে বিনোয়োগে আকৃষ্ট করা হবে। এ সময় বাংলাদেশ ও ভারতের ব্যবসায়িক বৃদ্ধিতে এক হয়ে কাজ করারও প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
এসএ/একে/আরআইপি