চিলমারীতে শীতবস্ত্র বিতরণ


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নতুন ভোর’র উদ্যোগে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার পাত্রখাতা গ্রামের সামছুল হকের বাড়িতে এক হাজার দুঃস্থ ও গরিবের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন ভোর’র চেয়ারম্যান মো. রেজাউল করিম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আব্দুল কুদ্দুছ সরকার, চিলমারী মডেল থানা ইনচার্জ মো. মজনুর রহমান।

Kombol

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলি, বিশিষ্ট সাংবাদিক রেজাউল করিম রেজা, বাদশা সৈকত, ওয়াহিদুজ্জামান তুহিন, জাহিদুল ইসলাম, ফিরোজ আলম মনু, নজরুল ইসলাম সাবু, নাজমুল হুদা পারভেজ, গোলাম মাহবুব, মো. হুমায়ন কবির, শ্যামল কুমার, পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সুপারিনডেন্টেড মাওলানা আব্দুল আজিজ, শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল গফুর, থানাহাট বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল মজিদ বিএসসি, আওয়ামী লীগ নেতা গোলাম সর্দার বাবু, ইউপি মেম্বার জাকিউল ইসলাম, এস এম খাইরুল বাসার, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক মিলন, লাল মিয়া, জাহিদ আনোয়ার পলাশ, পাত্রখাতার বাসিন্দা আলহাজ আব্দুস সাত্তার, সফিউল মাষ্টার, সোবহান মুন্সি, সামছুল হক প্রমুখ।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।