রংপুরে যুবকের আত্মহত্যা
রংপুরে পারিবারিক কলহের জের ধরে শ্যাম চন্দ্র রায় (৩০) নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার সকালে পুলিশ নগরীর কামালকাছনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে। নিহত শ্যাম নগরীর বৈরাগীপাড়া এলাকার মৃত শংকর রায়ের ছেলে।
পুলিশ জানায়, শ্যাম পেশায় ইলেক্ট্রিশিয়ান ছিলেন। শহরের উত্তর কামালকাছনা এলাকায় স্ত্রীসহ ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন তিনি। মাদক সেবনের কারণে স্ত্রী বীথি রানীর সঙ্গে শ্যামের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। শনিবার রাতে মাদক সেবন নিয়ে বীথির সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বীথি ঘুমিয়ে পড়লে রাতের কোন এক সময় শ্যাম বাড়ির পাশে একটি গাছের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন। সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জিতু কবীর/এসএস/এমএস