তুলার বন্ধুত্ব প্রেম শুভ, স্বপ্নস্বাধ পূরণ হবে কর্কটের


প্রকাশিত: ০৩:০৬ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কলহ বাকবিতণ্ডা আর অপ্রীতিকর ঘটনা সমানতালে চলবে। ব্যবসা-বাণিজ্য অংশিদারদের সঙ্গে কলহ বিবাদের কারণে ব্যবসা আলাদা করেও শেষ রক্ষা হবে না। ব্যবসা পণ্ড হয়ে পড়তে পারে। অবশ্য কর্মের সুনাম যশ অপ্রত্যাশিত সাফল্য বয়ে আনবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
বিদ্যাশিক্ষায় ব্রতীদের জীবন স্মরণীয় বরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে প্রতি যোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করায় উচ্চশিক্ষা তথা বিদেশগমনের স্বপ্ন স্বাধ পূরণ হবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে  বাঁচাবে।

মিথুন (২১ মে-২০ জুন)
শরীরস্বাস্থ্য আপনার কর্ম অর্থ ও মোক্ষলাভের পথে বাধা হয়ে দাঁড়াবে। গৃহবাড়িতে অশান্তির পরিবেশ বিরাজ করায় মন অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হবে। অপরিবর্তিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)
অংশিদারী ব্যবসায় নিযুক্ত হতে পারেন সেই সঙ্গে জীবন সাথীর সহযোগিতায় দীর্ঘদিনের লালিত স্বপ্নস্বাধ পূরণ হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ শুভফল প্রদান করবে তথা রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। বাণিজ্যিক ভ্রমণ লাভদায়ক হবে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দুর্ভাগ্য নয় বরং সৌভাগ্য আনয়ন করবে। বিদেশে অবস্থারনত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্নস্বাধ পূরণ হবে। কর্মের সুনাম যশ পদোন্নতি তথা ইচ্ছিত স্থনে বদলির পথ সুগম করবে, সেই সঙ্গে বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের স্বপ্নস্বাধ পূরণ হবে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সুখশান্তি সমৃদ্ধি সমানতালে প্রাপ্ত হবেন। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। নতুন গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন ক্রয়ের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। প্রেমীযুগলের জন্য সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মক্ষেত্রে প্রচেষ্টা আর পরিশ্রমের পূর্ণফল প্রাপ্ত হবেন। সেই সঙ্গে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। ব্যবসা-বাণিজ্যে  মজুদ মালের দাম ফুলে ফেপে উঠবে। শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। বন্ধুত্ব প্রেম শুভ।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে তথা হাতে থাকা প্রায় কাজই সম্পন্ন হয়ে থাকবে। অবশ্য টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় সময় মতো শ্রমিক কর্মচারীদের বেতন ভাতাদি দিতে পারবেন না। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মন পরোপকার ও সৃষ্টিধর্মী কাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে। চতুর্দিকে থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন প্রসন্ন হয়ে থাকবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যবসা-বাণিজ্যে লাভবান, হারানো কর্ম পুনরুদ্ধার, পাওনা টাকা আদায় তথা আটকে থাকা কাজ সচল হওয়ায় মন আনন্দে নাচবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রায় প্ল্যান প্রোগ্রাম বানচাল হয়ে পড়বে সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝ পথে আটকে যাওয়ায় মন বিষণ্ন হয়ে থাকবে। ভ্রমণকালীন বিশেষ সতর্কতা অবলম্বন না করলে চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথাসর্বস্ব খুইয়ে আপনাকে ঋণের জালে আটকে পড়তে হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্ম ও বাণিজ্য ব্যাপদ্দেশে কাছেপীঠে এমনকি বিদেশ ভ্রমণের যোগ পরিলক্ষিত হয়ে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাদের নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। রাগ জেদ অহংকার বর্জনের সঙ্গে পরিশ্রমী ও মিতব্যয়ী হলে সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হবেন।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।